প্রতীকী ছবি, তবে ঘরটা পছন্দ হয় নি, আমার কুড়েঘর চাই! |
‘ছফামৃত’ পড়তে গিয়ে আজ জানলাম, আহমদ ছফা নাকি একবার পুরো একটা পাহাড় কিনে সেটার উপর একটা ঘর করে বাকি জীবন কাটিয়ে দিতে চেয়েছিলেন, নেহায়েত টাকার অংকটা তাঁর সাধ্যের বাইরে ছিল বলে সেটা আর হয়ে উঠে নি।
…
মজার ব্যাপার হলো এই চিন্তাটা আমারও প্রায়ই মাথায় আসে যে জীবনের কোন এক পর্যায়ে শহুরে জীবন ছেড়ে-ছুড়ে ছোট্ট একটা টিলা কিনে একটা কুড়েঘর করে বাকি জীবন সেখানেই কাটিয়ে দিব! কুড়েঘরটা কেমন হবে, তাও ঠিক করা আছে।
…
আমি ছফাকে শ্রদ্ধা করি বটে, কোন কোন বিষয়ে হয়তো একটু আধটু প্রভাবিতও হয়েছি, অনেক বিষয়ে ভিন্নমত থাকা সত্ত্বেও, তবে এ চিন্তা তাঁর কাছ থেকে ধার করা নয়, কিংবা তাঁর দ্বারা প্রভাবিত হয়েও নয়। কাজেই চিন্তার এই মিল লক্ষ্য করে ভালই লাগছে। যদিও জানি যে, তাঁর মতো আমারও এরকম আজগুবি চাওয়া কোনদিনই হয়তো বাস্তবায়িত হবে না!!
…
[পুনশ্চ: আমার মাথায় এরকম অনেক আজগুবি ধরণের চিন্তা-ভাবনাই কাজ করে, যেগুলো সাধারণত কারো সাথেই শেয়ার করি না হাসির পাত্র হওয়ার ভয়ে, আজ আহমদ ছফাকে সাথে পেয়ে এরকম একটা বিষয় সবার সাথে শেয়ার করে ফেললাম!]