রক্তাক্ত প্যারিস এবং..

সন্ত্রাসী হামলায় রক্তাক্ত প্যারিস, প্রমোদনগরী আজ পরিণত হয়েছে আতংকের নগরীতে…

হামলাকারীরা আর যাই হোক বা না হোক, মানবতার ও সভ্যতার যে শত্রু, এতে কোন সন্দেহ নেই। নিরপরাধ বেসামরিক মানুষের উপর সুনির্দিষ্ট কোন কারন ছাড়া এমন হামলা কোন অবস্থাতেই সমর্থনযোগ্য নয়, মানুষমাত্রই এ হামলার বিরোধীতা করতে বাধ্য, যদি তার অন্তরে বিন্দুমাত্র মানবতা থেকে থাকে।

কিন্তু প্রশ্ন হল, এই হামলার জন্যে দায়ী কারা? কোন জঙ্গি গোষ্ঠী? হ্যাঁ তা ই। কিন্তু একটা বিষয় আমাকে ভাবাচ্ছে, যারা আত্মঘাতী হামলা করল, তার কিসের আশায় তা করল? নিজের জীবন তো কেউ এমনি এমনি বিসর্জন দেয় না। তারা দুঃখজনকভাবে মিসগাইডেড হয়েছেন, ঠিকই, কিন্তু তাদের এই মিসগাইডেড হওয়ার পিছনে দায়ি কারা? কেন তারা এমন ভয়ংকর হয়ে উঠল? উত্তর একটাই, তারা এক বিশেষ সভ্যতার প্রতি মারাত্মকভাবে ক্ষুব্ধ হয়ে পড়েছেন, এবং সে ক্ষোভের বহিঃপ্রকাশ করেছেন মারাত্মক ঘৃণ্য এবং ভয়ংকর উপায়ে। তাদের নেতৃত্বে যারাআছেন, তারা হয়তো ঠান্ডা মাথায় এসব পরিচালনা করছেন, কিন্তু তাদেরকে ব্যবহার করা হচ্ছে ঐ সভ্যতা এবং সমাজের প্রতি তাদের মনের ক্ষোভকে উস্কে দিয়ে। কোন অবস্থাতেই তাদের এই ক্ষোভ প্রকাশের পদ্ধতিকে সমর্থন করতে পারি না, কিন্তু সেই সাথে যারা তাদেরকে ক্ষুব্ধ করে তুলছেন, বিশেষ উদ্দেশ্যে, তাদেরকে বলতে চাই, বাহ্যিকভাবে কয়েক জঙ্গিকে হয় তো অপরাধী প্রমাণ করা যাবে, কিন্তু ইতিহাসের পাতা প্রকৃত দায়ী হিসেবে আপনাদের নামই লেখা থাকবে। 

সবার শুভবুদ্ধির উদয় হোক! মানবতার জয় হোক!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *