“বুচার অব গুজরাট” কি “নেক্সট পিএম অব ইন্ডিয়া”?

কে হবেন ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী? বিশ্ব রাজনীতিতে মহাগুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রতিবেশী বাংলাদেশের জন্যে তো বটেই। নির্বাচনী পূর্বাভাস ও জনমত জরিপ অনুযায়ী কংগ্রেসের তুলনায় উগ্র হিন্দুত্ববাদী বিজেপি অনেকটা এগিয়ে। পূর্বাভাস যদি বাস্তবে পরিণত হয়, তবে ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন আন্তর্জাতিক অঙ্গনে “বুচার অব গুজরাট” বা গুজরাটের কসাই খ্যাত মোদি। যার নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে রয়েছে “সংবিধান অনুযায়ী রাম মন্দির প্রতিষ্ঠা করা।” অর্থাৎ ঐতিহাসিক বাবরি মসজিদের ভূমিতে রাম মন্দির প্রতিষ্ঠা করা। কুখ্যাত এই কসাই বিজয়ী হলে ভারতীয় মুসলমানদেরতো বটেই, এমনকি বাংলাদেশেরও খবর আছে।

মোদি কেন এগিয়েঃ ভারতীয়রা অসাম্প্রদায়িকতার গান গাইতে গাইতে মুখ দিয়ে ফেনা বের করে। বাংলাদেশে হিন্দুদের কিছু হলে হুমকি-ধমকি দিয়ে অবস্থা কাহিল করে তুলে। সেই ভারতে কিনা ভোটের মাঠে কসাইখ্যাত দাঙ্গাবাজ মোদি এগিয়ে। কিন্তু কেন? আসলে ভারতের সিংহভাগ জনগণ উগ্র ও ভীষণ সাম্প্রদায়িক দাঙ্গাপ্রিয়। তাই কসাই মোদি সেখানে তুখোড় জনপ্রিয়। পক্ষান্তরে বাংলাদেশের মানুষ ধার্মিক হলেও শান্তিপ্রিয়। তাই মোদির মতো কসাই ইমেজের লিডার বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়া প্রায় অকল্পনীয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *