মমতাবিহীন কালস্রোতে
বাঙলার রাষ্ট্রসীমা হোতে
নির্বাসিতা তুমি সুন্দরী শ্রীভূমি।
ভারতী আপন পুণ্যহাতে
বাঙালীর হৃদয়ের সাথে
বাণীমাল্য দিয়াবাঁধে তব হিয়া।
সে বাঁধনে চিরদিন তরে তব কাছে
বাঙলার আশীর্বাদ গাঁথা হয়ে আছে।
(কবিগুরুর অগ্রন্থিত কবিতা)
…
সিলেটের বাংলা আর আসামের মাঝে দৌড়াদৌড়ির ইতিহাসটা বেশ মজার.. এখনো আমাদের একাংশ কিন্তু আসামের পেটে আছে.. আজ সেই অংশ (করিমগঞ্জ) থেকে প্রকাশিত ‘বরাক উপত্যকার ভাষা সংগ্রামের ইতিহাস’ পড়তে গিয়ে কবিগুরুর এই কবিতাটা মনে পড়ছে.. করিমগঞ্জ.. আমাদের কত কাছে, অথচ কত দূরে!
…
এই দৌড়াদৌড়ির ফলেই বোধ হয়, সিলেটীদের মধ্যে এক ধরণের স্বকীয়তাবোধ তৈরি হয়েছে, যা বাংলার অন্যান্য অঞ্চলে খুব একটা দেখা যায় না..
২১ মে, ২০১৬..