শিরোনামহীন…

১৭ ই রামাদ্বান, ২৩ শে জুন। বদর দিবস ও পলাশী দিবস।
ইতিহাসের গতি বদলে দেওয়া দুটি যুদ্ধের তারিখ। দুটি যুদ্ধেই     ছোট সেনাবাহিনী জিতেছিল বড় বাহিনীর বিরুদ্ধে। তবে এ মিলের পিছনে বেমিলও অনেক। একটাতে জিতেছিল মযলুমরা, আরেকটাতে ধূর্ত বাহিনী জিতেছিল নিজেদের ধূর্ততায়। একটা ছিল মুসলমানদের বিশ্ববিজয়ের সূচনা, আরেকটা তাদের সাম্রাজ্য হারানো আর ব্রিটিশদের সাম্রাজ্য বিস্তারের সূচনা, বাঙ্গালী তথা ভারতীয়দের পরাধীনতার ইতিহাসের  সূচনা।

ঐতিহাসিক এই দুটি যুদ্ধের তারিখ এবার একই দিনে। অথচ মিডিয়ায় কিংবা ফেসবুকারদের স্ট্যাটাসবাজিতে এসবের কোন নাম গন্ধও নেই! অবশ্য একদিক থেকে ভালোই। ইতিহাস থেকে শিক্ষাগ্রহণ তো করব না, তাহলে শুধু শুধু ঐতিহাসিক দিবস পালন করে কী লাভ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *