আমাদের দেশসেরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো যতটা না জ্ঞানদান কিংবা জ্ঞান তৈরি করে, তার চেয়ে অনেকগুণ বেশি তৈরি করে মিথ্যা অহংকার। এখনো জ্ঞানের পাগল কিছু মানুষ হয়তো এসব প্রতিষ্ঠানে আছেন –ছাত্র রূপেও আছেন, শিক্ষকরূপেও আছেন– কিন্তু এঁরা একেবারেই সংখ্যালঘু। প্রতিটি ধারার সর্বোচ্চ প্রতিষ্ঠানগুলো থেকে যারা পাশ করে, তাদের একটি বড় অংশের ভাবখানা এমন যে, এদেশে তারাই একমাত্র শিক্ষিত পণ্ডিত, আর বাদবাকি সবাই একেবারে গণ্ডমূর্খ। অথচ তাদের অনেকের কথাবার্তা শুনলে বিশ্বাস করতে কষ্ট হয় যে এরাই সর্বোচ্চ ডিগ্রিধারী কিংবা সর্বোচ্চ প্রতিষ্ঠানের শিক্ষার্থী। কথাগুলো সব ধারার, সব ঘরানার ক্ষেত্রেই সমানরূপে প্রযোজ্য, যদিও প্রতিটি ধারার বেশির ভাগই বলতে চাইবেন, “শুধু আমাদের অঙ্গন ছাড়া আর সব ক্ষেত্রে কথাগুলো একদম সঠিক, বিশেষত ‘অমুক’দের ক্ষেত্রে আরো বেশি সঠিক!”
My Personal Blog