ইসরাঈলী বর্বরতা এবং সৌদি আরবের অবস্থান
ফিলিস্তিনে ইহুদি হামলা শুরু হওয়ার ২৫ দিন পর ইসরাঈলের নাম না উল্লেখ করে বিশ্ব সমাজের “নীরবতার প্রতিবাদ” করেছেন সৌদী বাদশাহ আব্দুল্লাহ। সৌদী গ্র্যান্ড মুফতি ফতওয়া জারি করেছেন, ইসরাঈল বিরোধী মিছিল করা সম্পূর্ণ হারাম!! নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, গাজায় ইসরাঈলী হামলার ব্যয়ভার বহন করছে সৌদী, মিশর, সংযুক্ত আরব আমিরাত ও জর্দান!…