মুসা আল হাফিজের “তুলনামূলক ধর্মতত্ত্ব : ইসলামী উত্তরাধিকার”
মুসা আল হাফিজের “তুলনামূলক ধর্মতত্ত্ব : ইসলামী উত্তরাধিকার” প্রকাশের এক সপ্তাহও হয়নি বোধ হয়। বায়তুল মোকাররমে বইমেলা চলছে, সে সুবাদে তাড়াতাড়িই বইটি সংগ্রহ করা হয়ে গেছে। এবং কিনে নিয়ে আসার পর এক বসায় পুরোটা পড়েও ফেলেছি। বই পড়ে সেটা নিয়ে কিছু লেখার অভ্যাস আমার খুব একটা নেই, তবে মাঝেমধ্যে তার…