নেপালে ভূমিকম্প এবং ভারত-পাকিস্তানের ত্রাণ বিতরণ

ভূমিকম্পে নেপালে মানবিক বিপর্যয় ঘটেছে। সবাই নেপালিদেরকে সহযোগীতা করার চেষ্টা করছে। পাকিস্তানিরা সেখানে ত্রাণ হিসেবে পাঠিয়েছে গরুর গোস্ত! অথচ এই নেপাল হল দুনিয়ার একমাত্র সাংবিধানিক হিন্দু রাষ্ট্র, এবং অবশ্যই হিন্দু সংখ্যাগরিষ্ঠ।
পাকিস্তানিদের পক্ষে অনেকেই বললেন, ওরা আসলে গরুর গোস্ত পাঠিয়েছে নেপালের মুসলমানদের জন্যে। এই অবস্থায় এরকম একটা দেশে গরুর গোস্ত পাঠানো দেশটির সিংহভাগ দূর্গতদের সাথে ঠাট্টা করা ছাড়া আর কি হতে পারে?

আজকের পত্রিকায় দেখলাম ভারত নাকি পঁচা রুটি পাঠিয়েছে, ত্রাণ হিসেবে! ওদের পাঠানো বেশিরভাগ পরোটায় নাকি ছত্রাক জন্মে গেছে, দাবি খাদ্য পরিদর্শকদের। পানীয় দ্রব্যও অতি নিম্নমানের। একইভাবে ভারত থেকে পাঠানো জামাকাপড়ও অত্যন্ত পুরনো ও পরার অযোগ্য বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
নেপালিরা এখন এইসব পঁচা ত্রাণসামগ্রী নষ্ট করছে, কারন এ ছাড়া আর কিছু করার নাই। অর্থাৎ ভারত বর্জ্য ব্যবস্থাপনার জন্যে একটা চমৎকার কৌশল বের করেছে! ভালো ই তো…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *