ঢাবির ভর্তি প্রক্রিয়া ও জীবনের প্রথম নির্বাচন


Dhaka University logo.svg


ঢাবির ভর্তি প্রক্রিয়া এমনিতেই বেশ জটিল, আমাদের বিভাগীয় কর্তৃপক্ষ সেটিকে আরো জটিল বানিয়ে ছাড়ছে। ভর্তির কাজে দুই দুই বার ঢাকায় গিয়েছি, অথচ ভর্তি প্রক্রিয়া এখনো শেষ হয় নি, এমনকি এখন পর্যন্ত ডিপার্টম্মেন্টে কোন কাগজপত্রও জমা দেই নি, শুধু টাকার রশিদ ছাড়া। কাগজ কোন দিন জমা দেব, এসআইএফ পূরণ করব কোন দিন, আর ক্লাস শুরু হবে কোনদিন, এসব কিছুই জানি না। চার পাঁচ দিন অফিসে ফোন দেয়ার পর জানলাম, ২৫ তারিখের পর যোগাযোগ করতে হবে। এর পর জানানো হবে কোন দিন যেতে হবে। যেখানে অন্য অনেক ডিপার্টমেন্ট তাদের ক্লাস শুরুর তারিখ জানিয়ে দিয়েছে।

এদিকে আগামী ৩০ তারিখ পৌর নির্বাচন। আমি ভোটার হওয়ার পর আমাদের এলাকায় এটি ই প্রথম নির্বাচন। অর্থাৎ আগামী ৩০ তারিখ আমার জীবনের প্রথম ভোট দেয়ার কথা

এখন ২৫ তারিখ যোগাযোগ করার পর যদি জানতে পারি, ৩০ তারিখ ঢাকায় যেতে হবে, তাহলে..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *