প্রশ্নঃ ডাকসু কী?
…
উত্তরঃ ইহা এমন একটি খাবার দোকান, যে দোকানে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট খাবার বিক্রি করা হয়। খাবারের পরিমাণ যাই হোক, মূল্য থাকে সবার ক্রয় ক্ষমতার ভিতরে। এখানে মাত্র এক টাকায় চা ও ২০ টাকায় রাত ও দুপুরের খাবার পাওয়া যায়… ইত্যাদি, ইত্যাদি…
…
উত্তরঃ ইহা এমন একটি খাবার দোকান, যে দোকানে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট খাবার বিক্রি করা হয়। খাবারের পরিমাণ যাই হোক, মূল্য থাকে সবার ক্রয় ক্ষমতার ভিতরে। এখানে মাত্র এক টাকায় চা ও ২০ টাকায় রাত ও দুপুরের খাবার পাওয়া যায়… ইত্যাদি, ইত্যাদি…
…
যে ডাকসু ভাষা আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল, স্বাধীন বাংলাকে পতাকা উপহার দিয়েছিল, বাঙ্গালির অধিকার আদায়ের প্রতিটি আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছিল, কয়েক বছরের মধ্যে, এমন কি এখনি অনেকের কাছে সেই ডাকসুর সংজ্ঞা হিসেবে উপরের কথাগুলো গ্রহণযোগ্য হলে কিচ্ছু করার নাই… আমার কাছে এই সংজ্ঞাই এখন সবচেয়ে যথাযথ বলে মনে হয়!!